মেহেরবান খোদা করো মেহেরবানী
রোজা শেষে তোমার নামে ঈদ মানি।
পবিত্র এই দিনটি তোমার নামেই চাই
পরম ত্রাতার স্মরণ নিতে ঈদগাহে যাই।।
হাত বাড়িয়ে পরম সুখে জানাই সম্প্রীতি
হাসিখুশি আমরা সবাই রাখব ধরে প্রীতি।
হৃদয় দিয়েই গাইছি গান এসো সবে মিলি
সকল বিবাদ ভুলতে আজ খুশির ঈদ পেলি।।