মিল হোক বা না হোক
তুমি তো জান, এমনটাই হবে!
যদিও তোমার কাছে নগন্য
চাওয়া-পাওয়ার মাঝে
আমি এক ফুৎকার!
সেদিনের সেই সকাল
আজকের অন্ধকার,
আজকের আঁধার
আগামীর সকাল
এর নাম সৎকার!
বড়ো ভারী লাগছে কথা?
আসলে কথার কি দোষ
ছেঁড়া কাঁথায় কিছু আক্রোশ।
বকবৃত্তি বা বিলাপ নয়
শেষ থেকে যে শুরু হয়!
আজ তুমি আমার অপেক্ষায়
গতকাল ছিলে মাছরাঙায়,
আজ আমি খোশ মেজাজ
এখন বাংলার সিরাজ --
মানাতে কুর্নিশ রেওয়াজ!