হবে হবে আজ হবে
রঙে রঙে খেলা হবে
খোকাখুকু মাঠে যাবে
ভালোবেসে সুখ পাবে।
পাবে পাবে তুমি পাবে
লাল নীল সব পাবে
রঙ দিয়ে খুশি নিয়ে
ভালোবাসা যাবে দিয়ে।
দেয়া-নেয়া খেলা হবে
খেলা শেষে প্রেম হবে
তাই আজ রঙ ওড়ে
জনে জনে মোড়ে মোড়ে।
মোড়ে মোড়ে খেলা হবে
দিনে রাতে খেলা হবে
খুশি মনে রঙ খেলা
সবকিছু খোলামেলা।
খোলামেলা বোঝাপড়া
খেলা তাই ভাঙাগড়া
দূরে কেনো রঙ দাও
বহুরূপী দূরে যাও!