যাচ্ছো কোথা?
রাস্তা যেথা।
কাজ কী কী?
শুধু লিখি।
কী সে লেখা?
যা অদেখা।
মেলে কিছু?
মাথা পিছু,
খুলে বলো-
সঙ্গে চলো।
কোথা যাবো?
কী বা পাবো!
ভয় নাই
শুধু পাই'।
বলব যা
লিখবে তা,
শুধু রঙে
সাজ সঙে।
এই খেলা
ভোট মেলা,
চলে ঠেলা
সারাবেলা।
হও রাজি
নেই কাজি
গণতন্ত্র-
মুক মন্ত্র!