(আজ দুপুরে কোলকাতার চিংড়িঘাটা বাইপাসে বাস দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু হয় - বাস চালকের দায়ে এবং জনতা ক্ষিপ্ত হয়ে সৃষ্টি করে রণক্ষেত্র। আত্মার শান্তি কামনায় একটি কাব্য ভাবনা।)
ওরা দুজন বলে গেল ফিরে আসবো
অলক্ষ্যে সময় হাসল উপেক্ষার হাসি
ওরা ফেরে না -
সময়ের ফ্রেমে বন্দী হয়
এখন পাথর চোখে দিনও রাত,
জ্বলে ওঠে আগুন
আগুন নেভাতে বৃষ্টি নামে
চোখের জলে দীর্ঘশ্বাস
বাতাসের কান্না কর্কশে কঠিনে
ক্ষিপ্ত জনতা রক্ত মাখে,
প্রাণের অস্তিত্ব আঁতুড় ঘরে
রেখে যায় ক্ষণিক হাসি
তবুও জাগে না বিবেক!