কেউ কেউ কথা রাখে
যেমন কথা রেখেছিল রমা
সে বলেছিল –
আমাকে ছাড়া সে বাঁচবে না,
সত্যিই সে আর বেঁচে নেই!
আমি কথা রাখতে পারিনি
বিশ্বাসের রাখী পরাতে পারিনি
পারিনি তাকে ভালোবাসতে।
ভালোবাসাকে পণ্য করে
আজ আমি প্রতিষ্ঠিত
চাকরি, গাড়ি, বাড়ি সব।
কিন্তু ওই যে ভালোবাসা
না, সেটা আজও পাওয়া হয়নি।
মনের মানুষ বলতে ছিল রমা
আজও আছে, শুধু মনে মনে
আমার সংসারে অর্থের অভাব নেই
অভাব নেই কোন বাহুল্যতার
সময় নেই আমার মনকে কারুর বোঝার,
বোঝা আছে আমার কাঁধে-পিঠে
আছে স্ত্রী ও সন্তানের প্রতি শুধু কর্তব্য
নেই কোন নির্ভরতা, নেই আস্থা
এ বোঝা টানার অন্তও নেই।
ভালোবাসা ছাড়া বাঁচা যায় না –
এ কথা রমা বলেছিল আমায়
সে কথা রেখেছে,
তাহলে কি আমিও নেই বেঁচে!!!