পথ চলতে চলতে পরিচয়
তারপর মাঝেমধ্যে দেখা
দু'জোড়া ঠোঁটে হাসি বিনিময়
এভাবেই কাটছিল সময়।
অতঃপর হঠাৎ করেই
একজন চটপট করে উপরে ওঠে
অপরজন ধীরে ধীরে হারিয়ে যায়।
অথচ পাশাপাশি হাঁটবে বলেছিল ওরা...
কিন্তু যা হবার তাই হয়,
যেভাবে হয় আরকি!
উপরে উঠতে উঠতে
একজন উজ্জ্বল তারকা,
অপরজন হারিয়ে যেতে যেতে
পথভ্রষ্ট পথের পথিক।
কথা শুধু কথা অথবা প্রলাপ!