লজ্জা ঘৃণা ভয়
করতে হবে জয়
তবেই হবো মন্ত্রী
অথবা ষড়যন্ত্রী
মিছিল মিটিং যাই
আখের গুছাতে ভাই
লম্বা হাতের সই
উঠতে নামতে মই
এবেলা ওবেলা ছুটি
নগদ সঙ্গে রুটি
মুখেই বলি হরি
কাজে পুকুর চুরি
দুধ খেয়ে অনশন
দেখাই আমরা রণ
সবার সাথে চলি
মাতাল হয়ে বলি
ছিনিয়ে নেব হক
ভাঙবো যত লক
গড়বো নব সমাজ
চলবে নতুন রাজ
পায়ে পায়ে এগিয়ে
বাধা সব ডিঙিয়ে
এবার হবোই রাজা
কে আমায় দেবে সাজা
দিল্লী কিংবা রাজ্যে
দেশ সেবাই কাজ যে
জনগণ বোকা পাঁঠা
মন্ত্রীরা দু'কান কাটা