সাপীনির পেটে সাপই জন্ম নেয়
আর সাপতো ছোবল মারবেই
এ আর নতুন কি! বুঝলেন না তো -
ভনিতা ছেড়ে  আসি আসল কথায়
রামায়ণে ভরত চরিত্র হয়েছে মহান
বড় দাদার প্রতি শ্রদ্ধা আর ভক্তির
পুষ্পাঞ্জলী দিয়েছিল রামের সহোদর,
গল্পের ধারাবাহিকতায় মুগ্ধ পাঠক
কিন্তু এখন সময় হয়েছে ভাববার -
বিমাতা কৈকেয়ীর আদেশে রামের বনবাস
ভরতের রাজ্য লাভ আমাদের সবার জানা
যেটা আমাদের জানা নেই সেটা যুক্তির খড়ম
প্রজাগণের মন রাখতে দাদাকে ফেরানোর অভিনয়
পিতৃসত্য পালনে রামচন্দ্রের স্বরূপ দর্শন
শেষ পর্যন্ত পাদুকা যুগল ছিনিয়ে নেওয়া
এক্ষেত্রে ভাতৃ ভক্তি রইল চির অটুট
চৌদ্দ বছর পার করেও রাজত্ব লাভ,
কারণ অরণ্যে পাদুকা বিহীন পরিভ্রমণ
দীর্ঘ সময়ে বিপদের কারণ ও মৃত্যুবরণ
আর ভরতের রাজত্বে চিরকাল স্বর্গসুখ,
নতুন করে কাহিনী লেখা হবে না জানি
কিন্তু এই যুক্তি কি একেবারেই অবৈজ্ঞানিক?
তবে ক্ষত্রিয় রাম দূরদৃষ্টির কবিরাজ ছিলেন
এটা মেনে নিতে আমাদের আপত্তি কোথায়!
                   *******