একটা দিন
অথবা
একটা রাত
না হয় কিছুটা সময়
তোমার আমার কথা -
আমার গল্প গান
প্রলাপ বিলাপ প্রেম,
তোমার স্বপ্ন দেখানো
উপেক্ষার ফসকা সুতোর বাঁধনে
অথবা সময়ের উপবাসে
চিরকুটে লেখা অক্ষরের মত
নন্দিতা নবনীতাকে
অনায়াসেই​ ভুলে যাওয়া -
উপন্যাসের নায়িকা সংবাদে
নায়কের অনুপস্থিতির কাল,
জারজ সন্তানের জননী
অনাথ শিশুর জন্ম দেয়
সময়ের প্রতিক্ষায় -
রক্ত ঋণের নাগপাশে
নায়ক খলনায়কের ভূমিকায়!