আমি এমন এক মাতালকে চিনি
যিনি না খেয়ে দুঃখীকে খাওয়ান,
আমি এমন এক নারীকে চিনি
যিনি শত লাঞ্ছনায়ও স্নেহ দেন,
আমি এমন এক মানুষকে চিনি
যিনি ত্যাগের আদর্শে কৃষ্ণপ্রেমী,
আমি এক ভবঘুরেকে চিনতাম -
যিনি দেশপ্রেমে দেশ ছেড়েছিলেন,
এখন এমন কোন কবিকে দেখি না
যিনি কলমে কবি আর কাজে দ্রোহী!