ধীরে ধীরে সরে যাওয়া পথ
আসে না ফিরে কখনও কাছে,
হয় না দেখা, বাড়ে বলি রেখা-
আনাচে-কানাচে কত কথা বাজে।
পুড়ে যায় সিগারেট, পোড়ে সময়
আমাদের প্রেম, আজ সে তো সুদূর
বাকি কিছু নেই, মিছিমিছি মন কষা
গ্রীষ্মের দুপুরে তপ্ত হাওয়া ফুরফুর।
তোমার পথে বেড়েছে দূরত্ব
আমার বেড়েছে সময় ভাড়া,
হয়নি এখনও যাওয়া নিরূদ্দেশ
কালো টিপ তুমি ফুলের তোড়া!