ওরা আসে চুপি চুপি
কথা যেন বহুরূপী,
খাই যদি গাঁজা গুলি
ভুল হলে কানমলি।
রোগ নেই শোক আছে
নেশা তাই ধরে পাছে,
কত কথা বলি মিছে
ঢেকে রাখি সব নিচে।
পিছে বল কত কথা
লিখি তবু যথা তথা,
খুব মজা কবি সাজা
কাজ করে রাজা-গজা।
হেলারাম হল কবি
যাহা লেখে তাহা ছবি,
দিন গিয়ে রাত হল
সবকিছু এলোমেলো।
বোঝাবুঝি কিছু নাই
এই বেশ আছি ভাই,
কবি হতে লাগে ডর
ভূত যদি করে ভর!
******
বিবিধ কবিতা (ব্যঙ্গ কাব্য)