কাল থেকে আর আসবো না, ভালো থাকিস তোরা'
চোখের জলে চোখ ভিজে যায় শিক্ষকের
অস্তগামী সূর্য্য পশ্চিমে লাল হয়ে জবাব খোঁজে
অফুরাণ স্নেহের গন্ডি পেরিয়ে ডুকরে ওঠে শিক্ষার্থী,
অন্ধকার হাতড়ে কতদূর যাওয়া যায় আর -
শেষ পর্যন্ত ফিরতে হয় কঠিন কঠোর বাস্তবে।

ঠগ্ বাছতে গাঁ উজাড় করে দিল আইন,
ভালো-মন্দের তফাৎ বুঝে আর কি লাভ
সোনার খাত বোঝে কারিগর, মুনাফা মনিবের।
শিক্ষার্থী দেশের ভবিষ্যৎ বলে যাঁরা চেঁচান
তাঁদের জানিয়ে রাখি আগামীর রাহু-কেতু
সর্বস্বত্ব সংরক্ষিত জগৎ কক্ষ স্ফুলিঙ্গে।