মাথায় আমার হাঁড়ি
মুখের রঙ কালি,
নেই যে আমার দাড়ি
বুদ্ধিশুদ্ধি খালি।
হাত-পা সকল কাঠি
বুক পকেট খালি,
মরলে হবোই মাটি
পথের ধুলোবালি।
নয়ন আমার গোল
জোকার মত সাজ,
রূপই আমার বোল
কাক তাড়ানো কাজ।
মাটির উপর পোঁতা
চলাচল যে নাই,
নাকটা আমার ভোঁতা
খিদেও নাই ভাই।
রোদের জ্বালায় জ্বলি
বাদল গায়ে মাখি,
কত না কথাই বলি
বলে আমার আঁখি।
পড়লো যেদিন মোষ
ভাগাড় ছিল কাছে,
শকুন দেখেই রোষ
মাথার প'রে নাচে।
উঠল প্রবল ঝড়
ঝড়ে হলাম শেষ,
পেলাম যে ভাই বর
এই হয়েছে বেশ!