তোমার সাথে দেখা হল
বলল সবাই ভালো হল,
এরপর তুমি এলে ঘরে
সোনা এলো ষষ্ঠীর বরে
এবার পাড়ার লোকে রাত জাগে!
দিনে দিনে বাড়ে দেনা
এটা-সেটা-ওটা কেনা,
রোজ রোজ ভাঙো-গড়ো
'believe me' বিশ্বাস করো
এখন ঘরে-বাইরে সবাই রাগে!
কাজ শত, নেই ছুটি
আছে ছুটি,নেই রুটি,
আপন হল পর এখন
পর কখনো হয় আপন
বুঝি, জানলা দিয়ে পিরীত ভাগে!