কেন যে তোমায় ভাবি যখনই একলা থাকি
ঐ দু'চোখ হৃদয় মাঝে বারেক ওঠে ডাকি!
আমি না হয় হলাম তোমার আপন মানুষ
আমায় নিয়ে আঁকলে না হয় রঙিন ফানুস,
তবুও তোমায় দেওয়ার কিছু আছে বাকি
ঐ দু'চোখ হৃদয় মাঝে বারেক ওঠে ডাকি!
হায়! দিশেহারা আমি যে এক পথের পথিক
পূর্ণিমা আজ হারিয়ে গেছে অন্ধকারে চতুর্দিক,
না বলা কথা বলবো তোমায়, তোমার দু'হাত ধরে
যতই তুমি রাখো আমায় অনেক অনেক দূরে,
যদি আমি মন্দ হই, মন্দ হবে তুমিও রাখী-
ঐ দু'চোখ হৃদয় মাঝে বারেক ওঠে ডাকি!