অনেকটা পথ হেঁটেছি একা একা
শুধু তোমাকে পাওয়ার জন্য
মাঝখানে কিছুটা শূন্য কিছু সংশয়।
ঘাম, রক্ত ও কাঁটার আঁচড় শরীরে
ভুল করে কোনদিন ভুলতে পারিনি।
কাছাকাছি পাশাপাশি পথ চলা
হোক না একটা সামান্য ভুল
তাতে কার বা কি আসে যায়।
পড়ন্ত রোদের সোনালী আলো মেখে
একবার আমার কথা কি ভাববে না!