ফোন করলে তুমি আজকাল বিব্রত
তাই ম্যাসেজ করেই জানতে চাই -
ভালো না মন্দ কেমন আছো তুমি?
আমি সেই মাঝখানে রয়েছি,
উর্দ্ধে ওঠার সাহস নেই!
যোগাযোগ রাখতে চাই
স্মৃতির পাতায় তুমি -
প্রিয়তমা ঝিলিক
একবার এসো
সময় হলে
অপেক্ষায়
থাকবো,
তুমি
কি...!