আমি এক পথের পথিক
পথ গিয়েছে সুদূর,
যেথা আছে ভাবনা শতক
বাজে তারই নুপুর।

পাই যদি মনের মানুষ
বলি তাকেই ডেকে,
ঘর ছেড়ে ভাসব দু'জন
পথ যাক না বেঁকে।

দিন শেষে আঁধার এলেও
জেনো পথেই জীবন
ছাড়াছাড়ি নাইগো দোঁহের
এ যে সুখের মরণ।

আমি দেব জীবন আলাপ
তুমি বাঁধবে যে সুর,
ছন্দে গানে জাগবে চেতন
হবে জীবন মধুর।
      ****