অন্য কেউ বুঝুক বা না বুঝুক
তুমিতো নিশ্চয় বুঝবে একথা
ছাইচাপা আগুন নেভেনা কখনও
অন্তরে অন্তরে জ্বলে ধিক্ ধিক্।
অন্য কেউ মানুক বা না মানুক
তুমিতো নিশ্চয় মানবে একথা
সাগর মোহনার বুকে থামে না
হৃদস্পন্দনে বাজে ঢিপ্ ঢিপ্।
অগ্নিদগ্ধ করে স্রোতে ভেসে
চোরাবালি সাথে ভাঙা গড়া
একটা জীবনেই লিখে দিলে
তোমার-আমার পথের ঠিকানা।
তুমিতো জানতে তোমার সাথে
শুধু এক পলকের দেখা!