এই যে আমি বেশ আছি
পথ চলছি, কথা বলছি
কাজ করছি, ছবি দেখছি
কত ভালো ভালো লেখা পড়ছি,
কিন্তু শিখতে পারছি কই
কেন যে ভালো হতে পারছি না!
মাঝে মাঝে ইচ্ছা করে
ভালো একজন মানুষ হতে,
চেষ্টাও করেছি মানুষ হবার -
কিন্তু এখানে মানুষগুলো খাঁচায়
আর অমানুষগুলো মুক্ত থাকে
তাই জড়সড় হয়ে জড় হয়ে যাই!
সত্যি বলছি ভুল শোধরাতে চাই
অথচ প্রত্যেকবারই পিছিয়ে পড়ি,
কিন্তু কেন যে এমনটা হয়?
তবে কি আদর্শ নেই, প্রেম নেই!
সবাই যখন নিয়মের বাঁধনে বাঁধা
আমি তবে হবো কেন বোকাপাঁঠা?