(৪)
পূজা ও পাঠে
নৈবেদ্য নিবেদনে
হৃদয় বাটে।
(৫)
মহান কর্মে
জল-স্থল-আকাশ
প্রকৃত ধর্মে।
(৬)
চেতনা জাগে
পথেরই ধুলায়
পরশ রাগে।