(দেশ নায়ক সুভাষ চন্দ্র বসুর প্রতি)
দেশের মানুষের দ্বেষ ভিঠে ছাড়া করলো তোমায়
তারপরও ফুলের মালা, কেন ?
আজ তুমি পাথর তাই!
মাটি হারিয়ে ফেলেছে উর্বরতা
বাতাসে শুধুই বারুদের গন্ধ
রক্তে রক্তে বেইমানির বিষ
গণতন্ত্রের গর্ভপাতে গর্বিত
রক্ত বীজের রক্ত চোষা দানব-দানবী
বার বার জন্ম দেবে হাজারও গণশত্রু।
স্বাধীনতার স্বপ্ন দেখা সুভাষ বসু
তুমি কেমন আছো, কোথায় আছো
কিভাবে আছো, আদৌ আছো কি নেই
তা জেনে আমাদের লাভও নেই।
হে গণদেবতা -
তুমি যেমন ছিলে তেমনই থাকো।
প্রগতি আর সংহতির মহামিলনে
ভারতের মাটি দাসত্বের আঁতুড়ঘরে
আর কোনদিনও সুবাসিত হবে না!