(রাম মন্দির ও বাবরি মসজিদ নিয়ে আবারও যে ঝড় মাথাচাড়া দিয়ে উঠেছে তার বিরুদ্ধে)
বই পড়
দেশ গড়
ছুটে চল
বাহু বল
ভুলে জাত
কাঁধে কাঁধ
ভালবাস
দুঃখ নাশ
গেয়ে গান
রাখ মান
দিতে জান
কর দান
কথা দাও
বৈঠা নাও
কর জয়
দেশময়
মোর ভাই
এক ঠাঁই
সুখ চাই
দুঃখ নাই
এক ভাষা
মোরা চাষা
এক দল
সুখবল
দিন রাত
হাতে হাত
যাক কাজি
নয় বাজি
মন্দির
মসজিদ
এক সূত
বাঁধ যূথ
রাজনীতি
ভাঁওগীতি
প্রেম আনো
সুখ মানো
ভয় নয়
দ্বেষ ক্ষয়
রাখ কোর্ট
বাঁধ জোট
জয় গানে
জন মানে
মিলিবারে
এক দ্বারে
********