(গীতি কবিতা)
সোনার কাঠি রুপোর কাঠি
তোরা আমার জিয়ন কাঠি,
চোখে চোখে রাখব তোদের
খুশির আলোয় পরিপাটি।
সুখের দিনে একই সাথে
দুখের মাঝেও থেকো পাছে
ভয় কি তোদের মা যে কাছে
রাখবি ধরে মা'য়ের বাটী।
স্বপন আমার সত্যি হবে
সত্যি করেই বল না তবে
ছাড়বি না হাত ভায়ে ভায়ে
দেশ যে মোদের ভায়ে-মায়ে।
শপথ করি আমরা তাই
মা'য়ের মান রাখব ভাই
মা যে মোদের স্বদেশ মাতা
একই রক্ত একই মাটি।