পড়েছি বই পেয়েছি ফল
আজ বেড়েছে মনের বল,
মাধ্যমিকে প্রথম হওয়া -
বইছে মনে খুশির হাওয়া।
আমরা প্রথম উনআশি
মেধাবী আর গৃহবাসী,
'দে ও দেদার' প্রকাশনী
যেন এক সোনার খনি!
স্কুল ছুটি, কারন করোনা
অনলাইনে তাই হট্ চারনা...
দোষ নেই কারো তাতে
আছেন যাঁরা দুধেভাতে।
সাথে ছিলো 'কায়া' প্রকাশনী
সাজেশানে সুপার স্বর্ণফণি,
'হারুল' প্রকাশনী - তাও ছিলো
নম্বার শতাংশে এনে দিলো!
মোদ্দা কতা যেটা হলো
পাস-ফেল ঊঠে গেলো,
শিক্ষাদীক্ষা দুয়ো - করো কালনীতি
রাজার আদেশে প্রজা ইতিহাসে ইতি!