রাহু-কেতু গ্রাস করেছে
তোমার আমার সম্পর্ক
বিপরীতমুখী পরস্পর।
তবুও লতারা এখনও
বৃক্ষরাজিকে জড়িয়ে আছে।
বিষের বাঁশিতে বিভক্ত।
অথচ কাশ ফুটবেই শরতে
বেনুর ধ্বনিতে জাগবে প্রকৃতি।
আমি-তুমি আর সন্তানেরা
ভেসে যাবো, বিসর্জনের কাঠমা হয়ে
একুল থেকে ওকুলের আহ্বানে!