আমি বাংলা খাই, সত্যি বলছি ভাই
খেলে বলি সত্য আর না খেলে মিথ্যা।
আমি ভাই পথে পথেই ঘুরি, নানান রঙের ফেরি
'কাকের বাসায় বকের ডিম, নিম গাছেতে সিম।'
চোখ বুজিয়ে দেখি স্বপ্ন, জেগে নেশায় মগ্ন
কাজের মাঝে নেই বিশ্রাম, কাজের শেষে ঘ্রাণ।
ভরত হতে পারবো না, ভারতে থাকবো
রত্ন হতে পারবো না, ক্ষমতা দেখাবো।
বীরের পায়ে নমস্কার, নেতার পায়ে তেল -
নিজের কাছে নিজেই বড়ো, আমি হবো বেল!