(১)
তুমি আসবে
বৃষ্টি থামবে সখী
সখা হাসবে।

(২)
তোমার দানে
দিনের অবসানে
প্রেরণা প্রাণে।

(৩)
পথ চাওয়া
দিনরাত্রির কান্না
দোঁহে গাওয়া।