সকাল সকাল সবকিছু গুছিয়ে নাও
বেলা থাকতে থাকতে যেতে হবে
দেরি করলে চলবে না।
গুছিয়ে নাও তেল-সাবান-গামছা
গুছিয়ে নাও শার্ট প্যান্ট কাপড়
গুছিয়ে নাও খাবারদাবার জল
গুছিয়ে নাও রং তুলি ও কাগজ
গুছিয়ে নাও পাউডার স্নো কাজল।
গুছিয়ে নিও তোমার কালো টাকা
গুছিয়ে নিও ছুরি কাঁচি ব্লেড
গুছিয়ে নিও দলিল দস্তাবেজ
গুছিয়ে নিও গোলা-বারুদ
গুছিয়ে নিও মুঠোফোনটাও।
এখানে আর থাকা চলে না
এ মাটি হয়েছে অনুর্বর
এখন বিষাক্ত বাতাস বয়
এখানকার আলো অস্তমিত
এখানে বারো মাস অভিনয়।
কে আপন, কে পর ভেবো না
কে থাকলো, কেইবা গেলো
কেউ কারুর জন্য নয়
কে কি হারালে, কিবা পেলে
কেন মিছিমিছি অভিনয়!
ফেলে দাও পুরাতন চটি
ফেলে দাও শুকনো গোলাপ
ফেলে দাও নীতি-শিক্ষা
ফেলে দিও আদর্শের আসন
ফেলে রেখো তোমার পুণ্য।
মুখোশ পরে সঙ সাজতে হবে
মুখে বড় বড় কথা বলতে হবে
মিছরির ছুরিতে আঁকবে ছবি
মনময়ূরী রঙীন মদের নেশায়
মরেই তখন নব জীবন পাবে।