//  একটি হিন্দী কবিতার বাংলা অনুবাদ //
======================
तु भोट् कर
Written by: Aalok Shrivastav
আবৃত্তি : Soumen Banerjee
===================

সময় এসেছে সামনে তোমার
ওই শোন কালের কন্ঠস্বর --
দাও ভোট নিজ কর।।

মূল মন্ত্র ভোট যন্ত্র
এই মন্ত্র সিদ্ধ তন্ত্র
এই সুত্র দেশহিত
কর তুমি কল্যাণকর
দাও ভোট নিজ কর।

কর্ম তোমার সঠিক হোক
স্মরণ রেখ সংবিধান --
কখনো যদি আঘাত আসে
বুঝিয়ে দিও তোমার দর
দাও ভোট নিজ কর।

প্রশ্ন তোমার আজ আছে
জেরাও আছে তার সাথে
সময় এখন বদলে দেওয়ার
ভোট দিয়ে বোঝাও কন্ঠস্বর
দাও ভোট নিজ কর।

চিহ্ন বদল ক্ষেত্র বদল
সঠিক চিহ্ন কর স্থির
তুমি মানব তুমি সিদ্ধ
তুমি ব্রর্জ্য তুমি অম্বর
দাও ভোট নিজ কর।

ভোট পর্ব কল্যাণকর
এরই জন্য গর্ব কর,
জ্বালাও আলো, কলম ধর
কলম রেখায় লব্ধ বর --
দাও ভোট নিজ কর।

নিজের ভোট নিজে দিন
ভোট দিয়ে বাজাও বীণ
বোতাম টিপে দিও ভোট
দেখে নিও চিহ্ন জোট,
ফিরে ফিরে শোনো কন্ঠস্বর
দাও ভোট নিজ কর।।
.......... X.........