পরিচয় প্রেম পরিণতি, প্রকৃতি প্রবহমান প্রলয়
নব নব সৃষ্টির সমাহার, কবির কলমে কতশত -
তবুও সর্বক্ষেত্রে সত্যদ্রষ্টা এমন নয় কবিত্বশক্তি।
বরুণা সেইকবে কিশোরী থেকে যুবতী
তারপর যৌবন পেরিয়ে আজ বাদ্ধর্ক্যে
তাঁর ওম স্পর্শ করে সন্তানের পরিচয়ে
রাজটীকায় না হোক, রাজ্যপাঠে আসীন।
জন্মদাতার স্পর্শ অনুভব করিনি
কোন সেনানী অথবা কোন রাজা
আমাকে শেখায়নি রাজ্যশাসন
মা আমাকে দেখিয়েছেন দেশ।
যারা চলে গেছে, যারা চলে যাবে
তাদের সকলেই মাংসাশী প্রাণী
রমণী নাকি পুরুষ দন্ডবৎ আজ কে!