বলব বলব করে আজও বলা হয়নি
না আর নয়, এবার দেখা হলেই বলে দেব
বলেই দেব, ভালোবাসি তোমাকে।
তাতে যদি তোমার মুখে আষাঢ় নামে
তবে নামবে, শুধু মেঘ গর্জন শুনব না
চাই বর্জ্রপাত, হোক না প্রবল বর্ষণ।
আর যদি লজ্জায় রাঙা হয়ে ওঠো তুমি
আমি খুশিতে চোখ বন্ধ করে চুম্বন করবো,
তা না হয়ে, তুমি যদি হাসো করুণার হাসি
আমি মাতাল না হয়ে, হয়ে যাব উদাসীন।
পর্ণমোচী কোন বৃক্ষের গায়ে এঁকে দেব
আমার ভালোবাসার কথা শ্বেত রক্তক্ষরণে,
তাতে তুমি জ্ঞান হারালে আমি কষ্ট পাব না।
কষ্টের রঙ কেমন হয় তুমি চিনে যাবে, যাবেই-
যখন দেখবে তুমি রক্তপাতে উর্বর হয়েছে মাটি
দুর্যোগ শেষে পাখিরা আবার বুনছে নতুন বাসা
বৃক্ষের দল দাবানল দাহের পরে দোলাচ্ছে মাথা,
রুক্ষ আল পথের ন্যায় তোমার সিঁথি তখনও ফাঁকা!
তখনও তুমি শুধু একবার দাও যদি ডাক
আমি উপেক্ষার আগুনে দগ্ধ কনক হয়ে
ফসলের মাঠে মাঠে দেখি সোনা রঙ
মৃন্ময় গন্ধে পাই আমি কবিতার চরণ,
গরুর ওলান থেকে ঝরুক দুধের ধারা
পাখিরা কুলায় ফিরুক, উঠুক ধ্রুবতারা
দু'হাত রেখো বাড়িয়ে, ওষ্ঠাগ্রে মৃদু হাসি
অনুগ্রস্বরে বল কানে কানে, ভালোবাসি -
ধুলিমাখা সেই চেনা পথ জাগিবে আবার
জেনো জ্বলিছে আজও প্রেমের সুপ্ত চিরাগ।