একটা গল্প আমাকে নিয়ে
অন্যটি তোমার ছিল,
কোন একদিন গল্প দু'টো
একত্রে মিলিত হল।
তারপর...?
তারপর একটা উপন্যাস
সেখানে সবাই ছিল,
কেবল তুমি আর আমি
কিভাবে হারিয়ে গেছি!
তারপর.....!
একাদশ পরিচ্ছেদে দেখা
সেখানে স্বয়ং স্বতন্ত্র,
তুমি আমাকে চিনলে না
আমি ছিনাথ বহুরূপী।
অতঃপর...?
পৃথিবীর অমোঘ আকর্ষণে
তুমি-আমি ছুটে চলেছি,
বিচ্ছিন্ন বদ্বীপ দু'হাত বাড়িয়ে
আলিঙ্গনের জুজু রেখায়।
অন্তসত্ত্বা পৃথিবী গর্ভ যন্ত্রণায়
আজ সম্পূর্ণরূপে বধির!