গঙ্গা জলে গঙ্গা পূজা
উপবাস তথা রোজা -
পাপ পুন্য জানে কে বা
ধোয়া কে তুলসি পাতা?
আচার বিচার ফল
মৌলদের চোখে জল
গোঁশাই মানেন রায়
নামাবলী দিয়ে গায়,
দান-ধ্যান পাপ-পুন্য
বিচার আচার শূন্য
করতে জীবন পূর্ণ
বন্ধুর বাঁধন চূর্ণ,
সাধন ভজন গান
বাড়াও নিজের মান
পারের হিসাব ভুলে
চল তুমি পাল তুলে,
তুষ্ট মন তুষ্ট প্রাণ
দরিয়ায় এল বান
পথ ভুলে চল সবে
মিলেমিশে কলরবে।
****