তোমাকে বলা যায় যে কথাগুলো
সেগুলো সবচেয়ে মসৃণ ও মজবুত,
বলা যায় না যেসব কথাগুলো...
তারা বড়ই একগুঁয়ে আর অবাধ্য।
তোমার আমার মধ্যে সাধারণ
আমাদের আকাঙ্ক্ষিত সন্তান।
আর দূরত্ব....?
দূরত্ব শুধু সময়
সময়ের আলিঙ্গন।
ভালোবাসার পোষাকী মোড়কের সেবা
সোনার পাথর বাটিতে বাঁধানো অঙ্ক,
হিসাবের খাতা তাই আজও অপূর্ণ
মহাজনী লাল কালির চক্রবুহে।