(১)
সন্দেশ চাই
কোথায় গেলে পাই
খবর নাই।

(২)
আজব দেশ
রঙিন পক্ক কেশ
ভন্ডামি বেশ।

(৩)
চলছে খেলা
বুজরুকির মেলা
বাড়ছে বেলা।

(৪)
ঋণের দায়
ভান্ডার ভরে যায়
খুশি বেজায়।

(৫)
আসছে দিন
বাজছে দূরে বীন
ভগ্ন জমিন।