অনেক দিন ভেবেছি একটা ছবি আঁকবো
যা দেখে সারা বিশ্ব আমাকে চিনবে
কিন্তু কই তেমন ছবি আঁকতে পারলাম কই!
অনেক পেন্সিলের মাথা চিবিয়ে খেয়েছি
অনেকগুলি রাবার গেছে ক্ষয়ে
সব রঙ ফিকে হয়ে বিলীন হয়েছে
তেমন বিখ্যাত ছবি আঁকতে পারিনি।
মা আমাকে ভরসা দিয়ে বলেছিলেন
সবার মাঝে নিজেকে বড় করে দেখার চেয়ে
সবার জন্য নিজেকে উৎসর্গ কর
দেখবে সাফল্যের সোপান নিজেই ধরা দেবে।'
আর আজ আমারই ছবি আঁকছে
হাজার হাজার মানুষ,
শুধু আমি নেই, আছে আমার ছবি।
গল্পটা সোনার পাথর বাটি মনে হলেও
এটাই চরম সত্যি!