গরম ভাত আর আলুভাতের সাথে
যেদিন সে পায় এক বাটি ডাল
ডালে ভেসে থাকা লাল লঙ্কার মতো
লাল হয়ে ওঠে তার সারা মুখটা,
সবুজ অন্তরটার ভিতর তখন
হঠাৎ ব্যথা করে ওঠে।
তার সারা পাত জুড়ে সে দেখেতে পায়
শুভাকাঙ্ক্ষী আত্মীয় পরিজনদের।
ডালের জলকে সুগন্ধি ভেবে
ভালোবাসায় স্নান করায় তাদের,
তারপর আনন্দের গ্রাস নেয়।
হঠাৎ কোথা থেকে একটি কাঁকর
মুখে পড়ে ডাল মাখা ভাতে।
এখন কাঁকর সাথে ভাত আর ডাল নিয়ে
সে একমনে আকাশের দিকে তাকিয়ে!