জীবন ও জীবিকা উভয়েই
পাপ-পুণ্যের নামাবলি খুলে
চোখ মেলে আকাশের দিকে।
আকাশ ঝলমলে সারাদিন
মাঝে মধ্যে রৌদ্র-বৃষ্টির খেলা
সন্ধ্যায় আকাশ রক্তিম হয়
পশ্চিমে কালো মেঘ
ঝোড়ো হাওয়া
সারারাত বৃষ্টি।
সকালের রাস্তায়
ছেঁড়া শাড়ির আঁচল
ব্যালকনিতে নাইটি,
পুরুষগণ ও নারীগণ
ঘরে-বাইরে দৃশ্যমান।
আনন্দ বেচা-কেনা
সৌখিন জীবনযাপন!