(১)
কবি কলমে
অনাদরে অনর্থে
ভাবে-অভাবে!

(২)
কাল যাপন
আলো অন্ধকারে
সপ্তর্ষি আঁকে!

(৩)
লোকে যা বলে
কান থাকে আড়ালে
রূপ-অরূপে!