-- বলতে পারো?
ওই যে দেখো অট্টালিকা, দাঁড়িয়ে আছে কেমন যত
চেয়েছিলাম কিনে নেবো, একটা বাড়ি খুশিমতো
স্বপ্ন আমার আছে অনেক, বাঁধব বাসা উঁচু করে
অধিক দামে ঠগ্ নিলো কিনে, সে লড়াই করে
রাগে-তাতে পুড়িয়ে মুখ
তারে আমি দিলাম কষে, দোষ কি তাতে হল কিছু?
-- বলতে পারো?
চাইল যারা বেঁচে থাকার অন্ন-বস্ত্র-বাসস্থান
মজুর বলে নেই কি তাদের এতটুকু সম্মান?
গাছের খায় তলারও কুড়ায়, পোশাকে সে সাধু
লোক ঠকানো ব্যবসা তার, সুদের টাকাই মধু
রাগে-তাতে পুড়িয়ে মুখ
তারে আমি দিলাম কষে, দোষ কি তাতে হল কিছু?
-- বলতে পারো?
সবাই জানি সবাই মানি, পথেই জীবন পথেই মরণ
একটু চাওয়া একটু পাওয়া, সুস্থ জীবন কেন বারণ?
ওদের কাছে চাইনি কিছু, অধিকারের লড়াই
সত্য-ধর্ম জয়ের পথ, করছি না যে বড়াই
রাগে-তাতে পুড়ছে মুখ
দোষ হলে দিও শাস্তি, বলব না যে আমি কিছু।