উঠছে যত দেওয়াল-পাঁচিল
ভাঙছে ততোই ঘর
টাকার অংকে কন্যা খোঁজে
বিত্তশালী বর!
যতই ঢাক পেটাও তোমরা
একদিন সেটা ফাঁসবে
তখন কাকে ডাকবে কাছে
ব্রাত্যজন কি আসবে?
সুফল কুফল সবই দেখো
ঘটবে চিরকাল
সময় থাকতে বাঁকা পথে
কাটছো কেন খাল!
উন্নয়নে প্রতারণা
ঘৃণ্য, অপকর্ম
বন্ধু হয়ে দাঁড়াও পাশে
এটাই মানবধর্ম।
ঘৃণ্য পুঁজিবাদী-নীতি
পরিশ্রমের মূল্য চাই
সমাজতন্ত্র উঠুক জেগে
শ্রমজীবী সবার ভাই।
............
* অভিযাত্রিক-২০২৪ জন্য