কত রক্ত কত প্রাণ, হল বলিদান
তেরঙা পতাকা, সবারে দিল মান।

বাংলা ভাষা মায়ের ভাষা, প্রিয় জন্মভূমি-
আমরা ভারতীয়, স্বদেশ রক্ষায় তুমি-আমি।

ভালবাসা আর বিরোধ, ছিল চিরকাল
পতাকার মান রাখতে, চাই না দালাল!

থাকে যদি দ্বেষ, জমে যদি ঘৃণার পাহাড়,
সওয়াল ওঠে উঠুক, খুলে যাক ক্ষমার দ্বার।

স্বাধীনতা আজ চেতনায় দেখ পরাধীন
বাংলা আমার ভারত আমার চিরদিন।