ভীষণ জোরে বিষম রেগে
বলেই দিলেন বাবু --
এখন থেকে সবাই যেন
এড়িয়ে চলেন হাবু।
কারণ যেটা বলেন তিনি
শোনাই তোদের শোন্,
গাছের খেয়ে নিচের নিয়ে
বাড়ায় দেশের লোন!
হিসাব কষে দেখো এবার
তোমরা ভাগের ভাগি,
দেশের ক্ষতি সবার ক্ষতি
নায়ক নেতা দাগী।
সময় থাকতে চিনে রাখো
বহুরূপী যিনি,
লালে আছে নীলে আছে
শয়তান তিনি!
আসছে ভোট উড়ছে নোট
গোলক ধাঁধায় তুমি,
ফুল বাগানে মালী হয়েই
বাঁচাও মাতৃভূমি।