গ্রন্থের কালো কালো অক্ষরগুলো
আজকাল বড় গোল গোল ঠেকে,
সামাজিক চিত্রপট আধুনিকতার ছোঁয়ায়
শব্দ শৃঙ্খলের অলঙ্কার পরিত্যাগ করে
বিধবার ভালে আঁকে চন্দ্রিকাহীন চাঁদ,
প্রেম এখন উপেক্ষার দীর্ঘশ্বাস বয়ে
ভগ্ন হৃদয়ে জ্বালে পাষাণ প্রদীপ,
পাপ-পুণ্য খেলা করে আঁতুড় ঘরে
আগুন্তুকের হাত যুগল চায় মুক্তি -
রক্তের উর্বরতায় চার'পেয়ে হয় মানুষ
আর মানুষ হয় দু'পেয়ে নরকের কীট!