দেখা আর না-দেখা কত
জানা আর অজানা শত,
চলছি এখন হরিদ্বার --
দেখব ঝর্ণা ও পাহাড়।

তার সাথে শ্রীবিষ্ণু চরণ
করব মহাদেবের বরণ,
আমরা ছুটছি বারোজন
প্রত্যেকে সবে প্রীতি সুজন।

কু ঝিক্-ঝিক্  কু ঝিক্-ঝিক্
ট্রেন ছুটেছে, হাসছে সবে ফিক্
পৌঁছে যাব সাত সকালে ঠিক্
তারপরেতে এগিয়ে যাব সেদিক!