শীতের আমেজ ছুটির মেজাজ
চাইছে যে মন খোলা খাওয়ার,
চললে কোথায় লেখক কবীর?
খেয়াল বশে - কাশ্মীর! কাশ্মীর!
জড়িয়ে চাদর লাগেজ যতেক
বন্ধ দোকান যাচ্ছে শতেক,
যাচ্ছো কোথায় মোড়ল বরুণ?
যাচ্ছি সবাই - দেরাদুন! দেরাদুন!
চলছে বুড়ো বুড়ির সাথে
জপের মালা যষ্ঠি হাতে
যুগলরূপে কোথায় মিট?
যাবো দোঁহে - তারাপিঠ! তারাপিঠ!
স্বপনবাবু সবার প্রিয়
ছাত্রছাত্রী সব রোমিও,
ছুটির দিনে কোথায় নাগর?
প্রেমের হাটে - গঙ্গাসাগর! গঙ্গাসাগর!
নন্টে ফন্টে ক্যাবলা হ্যাবলা
ব্যাটে বলে বাজায় তবলা,
সবাই দেখি যাচ্ছে বেড়ু
কেউ সাগর কেউবা মরু,
আমি এখন কোথায় যাই?
পকেটে আমার বিশ পাই,
কাগজ কলম যাক্ দূর
আমি চলি - আলিপুর! আলিপুর!