ক'রব একটু অন্যরকম
হোক সেটা অন্যায়
কারুর জন্য নেইকো আমার
বেঁচে থাকার দায়।
কত ভ্রান্তি রোজই ঘটে
হই না তাতে দীন
তোমার সঙ্গসুধা পানে
যাচ্ছে বেড়ে ঋণ।
স্বপ্নরা আজ সরছে দূরে
কেন এমন হয়
হঠাৎ স্বপ্ন দেখিয়ে দিল
তোমার পরিণয়!
হাতটা কেন রাখলে হাতে
নষ্ট হল নীড়
এখন তোমায় নষ্ট করতে
হয়েছি অস্থির।
সত্যি বলছি ভালো ছিলাম
মন্দ হবো আজ
তোমার মাথায় পরিয়ে দেবো
কলঙ্কেরই তাজ।
রঙের খেলায় মাতবে তুমি
নতুন নামে নারী
দোষ আমাদের, তোমাদের নয়
শাশ্বত ভারবাহী।